
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ করছেন বেশ কয়েকজন ব্যক্তি। শনিবার (০৯ নভেম্বর) রাতে তাঁদের সেখানে বিক্ষোভ করতে দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র–জনতার ব্যানারে একদল মানুষ গুলিস্তানের জিরো পয়েন্টে বিক্ষোভ করছেন। তাঁরা ‘খুনি কেন বাহিরে, মুগ্ধ কেন কবরে,’ ‘নূর হোসেন দিচ্ছে ডাক, খুনি শেখ হাসিনা নিপাত যাক’—এমন বিভিন্ন স্লোগান দিচ্ছেন। শেখ হাসিনার বিচারের দাবি তোলেন তাঁরা।
বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, ‘জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিরীহ ব্যক্তিদের গুলি করে হত্যা করা হয়েছে। এখনো রক্তের দাগ শুকায়নি। এর মধ্যেই শেখ হাসিনা জিরো পয়েন্টে সমাবেশের ডাক দিয়েছেন। ছাত্র–জনতা কোনোভাবেই এটা করতে দেব না।’
‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা’র দাবিতে জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে আজ রবিবার (১০ নভেম্বর) বেলা তিনটায় বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় আওয়ামী লীগ। শনিবার দলটির ফেসবুক পেজে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথাগুলো জানানো হয়।
এর কয়েক ঘণ্টা পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পাল্টা কর্মসূচি ঘোষণা করা হয়। তারা ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে’ রোববার দুপুর ১২টায় রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে গণজমায়েত কর্মসূচির ডাক দিয়েছে।
এদিকে গণহত্যকারী বা নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রবিবার (১০ নভেম্বর) আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণার প্রেক্ষাপটে আসিফ মাহমুদ শনিবার (৯ নভেম্বর) ফেসবুকে এ স্ট্যাটাস দেন। আসিফ মাহমুদ লিখেছেন, ‘গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমন প্রেক্ষাপটে উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে এ পোস্ট দিলেন।