ছাত্রলীগের সাবেক নেতা অর্ণব বিশ্বাসের হাতে গণপূর্তের ময়নমনিংহ বিভাগ

0
37

বিশেষ প্রতিবেদক:
শেরেবাংলা নগর গণপূর্ত মেডিকেল উপ বিভাগে উপ বিভাগীয় প্রকৌশলী থাকাকালীন নিউরো সায়েন্স হসপিটালের প্রজেক্ট থেকে কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন বর্তমানে ময়মনসিংহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস।
অর্নব বিশ্বাস: পিতা শ্যামাপদ বিশ্বাস। একমাত্র সন্তান আরণ্যক অরুণিম বিশ্বাস।

অর্নব বিশ্বাস: পিতা শ্যামাপদ বিশ্বাস। একমাত্র সন্তান আরণ্যক অরুণিম বিশ্বাস।

অনুসন্ধানে জানা গেছে-নিটোর মেন্টাল হাসপাতালে ভার্টিকাল এক্সটেনশন, সোহরাওয়ার্দী হাসপাতালের ভার্টিকাল এক্সটেনশন, হৃদরোগ হাসপাতালের ভার্টিকাল এক্সটেনশন থেকে কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন অর্ণব বিশ্বাস। তাছাড়া ভার্টিকাল এক্সটেনশনের কাজ দ্বারা বাৎসরিক মেরামত কাজও করা হয়েছে। বিশেষ করে এপিপি এবং স্বাস্থ্য মেরামত খাত ১৩৮/এর টাকা পুরোটাই আত্মসাত করার অভিযোগ আছে অর্ণব বিশ্বাসের বিরুদ্ধে। অথচ তাকেই ময়মনসিংহ গণপূর্ত বিভাগে প্রাইজ পোস্টিং দেয়া হয়েছে। যা নিয়ে তোলপাড় চলছে গণপূর্ত অধিদপ্তরে।
আত্মসাতের টাকা দিয়ে ময়মনসিংহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতি নিয়েছেন অর্ণব বিশ্বাস।

নিটোর মেন্টাল হাসপাতালে ভার্টিকাল এক্সটেনশন, সোহরাওয়ার্দী হাসপাতালের ভার্টিকাল এক্সটেনশন, হৃদরোগ হাসপাতালের ভার্টিকাল এক্সটেনশন থেকে কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন অর্ণব বিশ্বাস। তাছাড়া ভার্টিকাল এক্সটেনশনের কাজ দ্বারা বাৎসরিক মেরামত কাজও করা হয়েছে। বিশেষ করে এপিপি এবং স্বাস্থ্য মেরামত খাত ১৩৮/এর টাকা পুরোটাই আত্মসাত করার অভিযোগ আছে অর্ণব বিশ্বাসের বিরুদ্ধে। অথচ তাকেই ময়মনসিংহ গণপূর্ত বিভাগে প্রাইজ পোস্টিং দেয়া হয়েছে। যা নিয়ে তোলপাড় চলছে গণপূর্ত অধিদপ্তরে।
আত্মসাতের টাকা দিয়ে ময়মনসিংহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতি নিয়েছেন অর্ণব বিশ্বাস।

আওয়ামী শাসনামলে সর্বোচ্চ সুবিধাভোগী অর্ণব বিশ্বাসকে প্রাইজ পোস্টিং দিয়ে আওয়ামী লীগের সুবিধাভোগী প্রকৌশলীদের পুর্ণবাসন করা শুরু হয়েছে গণপূর্ত অধিদপ্তরে। যার নেতৃত্বে আছেন খানকা শরীফের পীর সাহেব ও সুফি প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট এর একটি হল শাখার ছাত্রলীগ নেতা ছিলেন অর্ণব বিশ্বাস। গণপূর্ত বিভাগের রিজার্ভে ছিলেন তিনি। ফ্যাসিস্টের দোসর হওয়া সত্ত্বেও তাকে প্রাইজ পোষ্টিং দেওয়াতে ক্ষুব্ধ হয়েছেন প্রকৌশলীরা।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট এর একটি হল শাখার ছাত্রলীগ নেতা ছিলেন অর্ণব বিশ্বাস। গণপূর্ত বিভাগের রিজার্ভে ছিলেন তিনি। ফ্যাসিস্টের দোসর হওয়া সত্ত্বেও তাকে প্রাইজ পোষ্টিং দেওয়াতে ক্ষুব্ধ হয়েছেন প্রকৌশলীরা।

এসব বিষয়ে বক্তব্য জানতে অর্ণব বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হয়।